প্রেমের সুরমা পড়া তদবীর - কোকা পন্ডিত

Header Ads

প্রেমের সুরমা পড়া তদবীর

সুরমা পড়া দ্বারা ভালবাসা সৃষ্টি করার তদবীরঃ

যদি কোন ছেলে কোন মেয়ের উপর আশেক হয় এবং মাশুকা তার প্রতি রাজি না থাকে তাকে অগ্রাহ্য করে, তবে আশেক ব্যক্তি এক দামে দোকান হতে কিছু ভালো সুরমা ক্রয় করে নিয়ে আসবে। এবার ওজু গোসল করে পবিত্র হয়ে নিজ বাড়ীতে বা কোনও নির্জন স্থানে বসে নিম্নের দোওয়াটি একটি ভোজ পত্রে বা তাবিজ লিখার পার্চমেন্ট কাগজের টুকরায় লিখবে সেই সাথে মনে মনে বলবে- হে এলাহি তুমি অমুকের কন্যা অমুকের মনে আমি অমুকের পূত্র অমুকের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দাও। এরপর সেই কাগজটি নিজের ডান পায়ের উরুর নিচে চেপে ধরবে, এবার আস্তে আস্তে মৃদ স্বরে আজান দিবে এবং সেই অবস্থায় নিম্নক্ত দোওয়াটি ১০৮ বার পাঠ করবে। পড়া শেষ হলে পূনরায় বলবে হে সৃষ্টিকর্তা তুমি অমুকের কন্যা অমুকের হৃদয়ে, অমুকের পূত্র আমি অমুকের উপর মহব্বত বা ভালোবাসা সৃষ্টি করে দাও। এরপর সুরমার উপর ফু দিয়ে সেই সুরমা নিজের চোখে লাগাবে, এবং সে অবস্থায় মাষুক বা প্রেমীকার সাথে দেখা করতে, সাক্ষাৎ করতে যাবে। খোদার ফজলে প্রেমিকা তার উপর আশেক হয়ে যাবে। শাস্ত্রে রয়েছে, এই তদবীরটি পর পর তিনদিন করতে পারলে ভালো হয়।
কালামঃ মানাস্তু ওয়া জাদা ওয়াদ্দানী।
Powered by Blogger.