বন্ধ বিয়ে খোলার তদবীর - কোকা পন্ডিত

Header Ads

বন্ধ বিয়ে খোলার তদবীর

انشاء اللہ عزوجل


যদি কেউ শত্রুতার কারণে কোন ছেলে বা মেয়ের বিয়ে বন্ধ করে দেয়, আর সেই ছেলে বা মেয়ের বিয়ে তাদের অভিভাবক না দিতে পারে, বিয়ের সম্পর্ক আসে কিন্তু বিয়ে হয় না, আবার অনেক সময় বিয়ের সম্পর্ক আসে না, সে বন্ধ বিয়ে খোলার তদবীর হল- শুক্রবারে সূর্য উদয়ের সময় এ তেলেশমাতটি ৭টি লিখিতে হবে। আর প্রত্যেক দিন ঐ তাবিজ থেকে ১টি করে সকাল ১১টার গোসল করাইতে হবে।  গোসলের পানি তৈরী করার তরিকা- ১টি হাড়িতে ১টি তাবিজ দিয়ে হাড়িতে পানি ভরে চুলায় ফুটাইতে হবে। পানি ফুটে গেলে চুলা থেকে হাড়ি নামিয়ে পানি ঠান্ডা করে গোসলের উপযোগী করতে হবে। তারপর ঠিক সকাল ১১টায় এই পানি দিয়ে গোসল করতে হবে। ৮০ দিনের শুক্রবারে আবার সূর্য় উদয়ের সময় দুটি তাবিজ লিখতে হবে। ১টি যে, মেয়ে বা ছেলের  বিয়ে হচ্ছে না, তার গলায় আর ১টি মিষ্টি ফলের যে কোন গাছে বেঁধে দিতে হবে। বন্ধ বিয়ে খুলে যাকে।

Powered by Blogger.